1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

“অর্জিত সফলতা জন্মস্থানের কল্যাণে ব্যবহার করাই কৃতি সন্তানের দায়িত্ব” –ব্যারিস্টার সুমন

চুনারুঘাট প্রতিনিধি : “অর্জিত সফলতা জন্মস্থানের কল্যাণে ব্যবহার করাই কৃতি সন্তানের দায়িত্ব। জন্মস্থানের আলো, বাতাস ও সুবিধাভোগ করে যারা দেশের বাইরে থাকে, জন্মস্থান ও নিজ এলাকার উন্নয়নের কথা ভাবে না, নিজে শিক্ষিত হয়ে যারা সমাজে শিক্ষা বিস্তারের জন্য কাজ করে না, আমি মনে করি তারা কখনো কৃতি সন্তান হতে পারে না।”
চুনারুঘাট উপজেলার দক্ষিণ নরপতি গ্রামের আঃ জব্বার জি.এল একাডেমী’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিলে গত শনিবার সকালে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তরুণ সমাজসেবক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এডভোকেট শাহ কুতুব উদ্দিনের সভপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মো. কাউছার উল গণি। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার প্যানেল মেয়র মো. তাজুল ইসলাম কাজল, আমেরিকা প্রবাসী আলহাজ্ব ফজলুল হক চৌধুরী, সাংবাদিক ইসমাইল হোসেন বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক কাউছার উদ্দিন বাহার, কেরামত আলী মেম্বার, নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আ. হান্নান প্রমুখ।

     এই ক্যাটাগরীর আরো খবর