1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

ক্যাপ্টেন বিল্লালের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে চুনারুঘাটে সেনাবাহিনীর প্রচারাভিযান

রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব বজায় রেখে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছেন সেনাবাহিনীর একটি টহলদল।

শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে গণসচেতনতা তৈরির লক্ষ্যে দলটি এ প্রচারাভিযান চালান। নেতৃত্ব দেন, ক্যাপ্টেন মোহাম্মদ বিল্লাল হোসেন।

দুপুর থেকে পৌর শহরের মাছ বাজার, কাঁচাবাজার, মধ্যবাজার, উত্তর বাজার ও বাল্লা রোডে অভিযান চালান।

এসময় করোনাভাইরাস রোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে বিভিন্ন পয়েন্টে মাইকিং করেন সেনা সদস্যরা। এড়াছাও জীবাণুনাশক স্প্রে ও বিভিন্ন দোকানের সামনে সঠিক দুরত্বে দাঁড়ানোর জন্য সার্কেল এঁকে দেন। ভাইরাসের ঝুঁকি এড়াতে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ করেন তারা।

অভিযানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ।

ক্যাপ্টেন বিল্লাল হোসেন জানান, “করোনা ভাইরাস সম্পর্কে সাধারণ মানুষকে ধারণা ও সচেতন করতে আমরা সারাদেশের ন্যায় এমন অভিযান চালাচ্ছি। এ ভাইরাস প্রতিরোধ করতে সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে হবে ও বাড়িতে অবস্থান করতে হবে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া যাবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।”

     এই ক্যাটাগরীর আরো খবর