1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে ব্যারিস্টার সুমনের অর্থায়নে ৭কি.মি. রাস্তা সংস্কার

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে জরাজীর্ণ একটি পাকা রাস্তা সেচ্ছাশ্রমের ভিত্তিতে সংস্কার করা হয়েছে। গত শুক্রবার ও শনিবার দু’দিন ব্যাপী চুনারুঘাট-আসামপাড়া সড়কের চুনারুঘাট থেকে রানীকোট বাজার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার খনা-খন্দকে পরিণত রাস্তাটি সেচ্ছাশ্রম দ্বারা ইট, বালু, কংক্রিট ও সুরকির মিশ্রণে সংস্কার করেন আন্তর্জাতিক যোদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। চুনারুঘাট থেকে আসামপাড়া যাতায়াত করার একমাত্র সড়কটি বেশ কিছুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল। চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছিল যাত্রী-সাধারণকে। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে অগণিত মানুষ। দীর্ঘ ৭ কিলোমিটার সড়কটি জুড়ে ছোট-বড় গর্ত। ঘটছে প্রায়ই ভয়াবহ দূর্ঘটনা। দূর্ঘটনা এড়াতে সড়ক বিভাগের কোনো তদারকি লক্ষ্য করা যায়নি। এমতাবস্থায় যানবাহন ও পথচারীদের দুর্বিষহ চলাচল করতে হচ্ছে। জনসাধারণের ভোগান্তি দূর করতে ব্যারিস্টার সুমনের এই উদ্যোগ যেন স্থানীয়দের স্বস্তির নিঃশ্বাস নিতে ভূমিকা নিয়েছে। সংস্কারের পর দীর্ঘ রাস্তাটি দিয়ে চলাচলে সুবিধা হয়েছে বলে অনেকেই জানান।
প্রসঙ্গত, ব্যারিস্টার সুমন ইতোমধ্যে উপজেলার প্রায় ২২টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ ও দু’টি কাঠের ব্রীজ নিজস্ব অর্থায়নে নির্মাণ করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর