1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতে ভূঁয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড দিলেন ইউএনও ফারাবী

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে এরশাদ আলী (৩৭) নামে এক ভুঁয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন ইউএনও কাইজার মোহাম্মদ ফারাবী। পরে কথিত সে ডাক্তারকে কারাগারে পাঠানো হয়।দন্ড প্রাপ্ত এরশাদ নাটোর জেলার বাসিন্দা বলে জানা যায়। গতকাল চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে নিজেকে প্রতিবন্ধীদের চিকিৎসক (আয়ুর্বেদিক ফিজিসিয়ান) পরিচয় দিয়ে ‘অমর জীবন’ ক্লিনিকের ব্যানারে জনৈক লুৎফুর রহমান (কাউসার) এর প্রতিবন্ধী শিশুর চিকিৎসা করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ সময় এলাকাবাসির সন্দেহ হলে তাঁকে চ্যালেন্জ করলে তিনি নিজেকে  এনজিও কর্মী হিসেবে পরিচয় দেন এবং শ্রীমঙ্গলে তাঁর কার্যালয় আছে বলে জানান। একেক সময় একেক কথা বলায় বুঝা যায় যে, সে ভুয়া চিকিৎসক সেজে লোকজনকে ধোঁকা দিচ্ছিল।

উপজেলা প্রশাসন খবর পেলে তাকে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাইজার মোহাম্মদ ফারাবী তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর