1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে সুবিধা বঞ্চিত নারীদের সাথে যুগ্ন সচিবের মতবিনিময়

নুর উদ্দিন সসুমন : চুনারঘাট সুবিধা বঞ্চিত নারী জীবন দক্ষতা উন্নয়নে সচেতনতা বৃদ্ধি কর্মসূচীর আওতায় চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের নির্বাচিত সুবিধাভোগী নারী চা শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শিবানী ভট্রাচার্য, এসময় উপস্থিত ছিলেন কর্মসূচী পরিচালক মারজীয়া নাজনিন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম, মনিটরিং কর্মকর্তা আল আমিন ভূঁইয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত সনজু, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ অাব্দুর রাজ্জাক রাজুসহ স্থানীয় সূধীজন। শনিবার সকাল ১১টার দিকে তাঁরা ২নং আহমদাবাদ ইউনিয়নের গণশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে আয়োজিত সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তাঁরা প্রশিক্ষণে অংশগ্রহণকারী মহিলাদের সাথে বিভিন্ন সচেতনতামূলক বিষয়ে মতবিনিময় ও আলোচনা করেন। মতবিনিময় ও পরিদর্শনকালে পরিদর্শনকারী প্রতিনিধিগণ সন্তোষ প্রকাশ করেন।উল্লেখ্য যে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর শুধুমাত্র হবিগঞ্জ জেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কর্মসূচি আওতায় হবিগঞ্জ জেলার ৮টি উপজেলার মধ্যে হাওর অধ্যুষিত হবিগঞ্জ সদর, লাখাই, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার মধ্য হতে ২টি করে মোট ৮টি ইউনিয়ন নির্বাচিত করা হয়েছে। প্রতিটি ইউনিয়নে সুবিধা বঞ্চিত ২শ নারীকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। এছাড়া পাহাড়ী অঞ্চলের মাধবপুর, চুনারুঘাট, বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় চা-বাগানের ৫হাজার চা শ্রমিককে প্রশিক্ষণ দেয়া হবে।হবিগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ শেষে প্রতি ১শ’ জন উপকারভোগীকে ১টি করে টিউবওয়েল এবং প্রতি ১০ জন উপকারভোগীকে ১টি করে স্যানেটারী লেট্রিন দেয়া হবে।এ ব্যাপারে ঢাকা থেকে পরিদর্শনে আসা কর্মসূচি পরিচালক মারজিয়া নাজনীন জানান, বাংলাদেশের মধ্যে শুধুমাত্র হবিগঞ্জ জেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কর্মসূচি চালু করা হয়েছে। এর সফলতা দেখে পরবর্তীতে অন্যান্য জেলায় চালু করার বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।

     এই ক্যাটাগরীর আরো খবর