1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে ২কোটি টাকার সরকারি জমি উদ্ধার করেছে প্রশাসন

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গাজীপুর ইউনিয়নে দ্বিতীয় ধাপে ভূমিখেকোদের জবরদখল করা ২ কোটি টাকার সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৭ জুলাই) চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পালের নেতৃত্বে উপজেলার গাজীপুর ইউনিয়নের গোবরখলা এলাকার মরা খোয়াই নদী দখলমুক্ত করা হয়।

পৃথক দু’টি অভিযানে দুই কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন প্রশাসন। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল নদী দখল করে মাছ চাষ করে আসছিল।

এদিকে, উপজেলার শানকলা ইউনিয়নের রঘুনন্দন পাহাড়ঘেঁষা পানছড়ি এলাকায় ৫৮.৫০ একর সরকারি খাস জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে। হবিগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুল হাসান এ অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট ইউএনও সত্যজিত রায় দাশ, এসিল্যান্ড মিলটন চন্দ্র পাল, উপজেলা প্রকৌশলী মিশুক দত্ত প্রমুখ।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশ জানান, মুজিববর্ষ উপলক্ষে চুনারুঘাট উপজেলায় ১০০ একর সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করা হবে। তারই অংশ হিসেবে অভিযান চলছে।
তিনি আরো জানান, সরকারি খাস জমি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

     এই ক্যাটাগরীর আরো খবর