1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে হবিগঞ্জ কওমী মাদ্রাসা বোর্ডের বিক্ষোভ-মিছিল

হবিগঞ্জ প্রতিনিধি : মায়ানমার সরকার নির্বিচারে নারী পুরুষ ও শিশুদের হত্যা করে রাখাইন প্রদেশকে গণকবরে পরিণত করেছে। তারা সেখানকার মুসলমানদের উপর বর্বর হত্যাকান্ড চালিয়ে চরম মানবাধিকার লঙ্গন করছে। আমাদের সবাইকে ঈমানী দায়িত্ব নিয়ে এর বিরুদ্ধে সোচ্ছার হতে হবে। মানবিক দিক বিবেচনায় তাদের পাশে দাড়াতে হবে। আমাদের সবাইকে বার্মার সকল পণ্য বর্জন করতে হবে। রোহিঙ্গা মুসলিম নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে মানবতার পক্ষে আওয়াজ তুলতে হবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় হবিগঞ্জ পৌরসভা মাঠে কওমী মাদ্রাসা বোর্ড হবিগঞ্জের উদ্যোগে বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আবু সালেহ সাদী এ আহবান জানান।
মাওলানা আব্দুল হাই দৌলতপুরী ও মুফতি তাফাজ্জুল হকের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা আঃ বাছির, মাওলানা জাবের আল হুদা, মাওলানা আঃ হাই, মাওলানা আজিজুর রহমান মানিক, মাওলানা শরীফুদ্দিন, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আল আমিন, হারুন রশীদ, মাওলানা মুওয়াল্লিমুল ইসলাম, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা আলী আহমদ, মাওলানা মুনিরুল ইসলাম, মাওলানা কাসেম বিল্লাহ নোমান, মুফতি বিলাল আহমদ, মাওলানা আঃ শহীদ, মশিউর রহমান শামীম, গোপায়া ইউপি চেয়ারম্যান আক্তার হুসেন, মুহিব উদ্দিন আহমদ সোহেল প্রমূখ।
সকাল ১০টা পর হতেই বিভিন্ন উপজেলা থেকে কওমী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদী জনতা মিছিল সহকারে এসে প্রতিবাদ সমাবেশে এসে যোগ দেন। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার জনতার সমন্বয়ে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পৌরসভা মাঠে জমায়েত হন। শেষে মোনাজাত পরিচালনা করেন আল্লামা জহুর আলী।

     এই ক্যাটাগরীর আরো খবর