1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

সাতছড়ি জাতীয় উদ্যানে মেছোবাঘ অবমুক্ত

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে মেছোবাঘ অবমুক্ত করা হয়ছে। শনিবার বিকেলে উদ্যান ব্যবস্থাপনা কমিটি এবং বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত থেকে বাঘটি অবমুক্ত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আজমিরীগঞ্জের জলসুখা ইউনিয়নের মধ্যনগর এলাকা থেকে স্থানীয় লোকজন একটি মেছোবাঘ আটক করে। বন বিভাগের লোকজন খবর পেয়ে শনিবার সকালে সেখানে গিয়ে বাঘটি উদ্ধার করেন। পরে শনিবার বিকেলে বাঘটিকে সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করলে মুহুর্তের মাঝেই সেটি লাফিয়ে লাফিয়ে গভীর বনে চলে যায়।
বাঘ অবমুক্তকালে উপস্থিত ছিলেন সাতছড়ি ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সামছুন্নাহার চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সত্যেন্দ্র চন্দ্র দেব, বনবিভাগের সহকারী বন সংরক্ষক রেহান মাহমুদ, রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন প্রমুখ।
হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব জানান, এক সময় হবিগঞ্জের সর্বত্র প্রচুর পরিমাণ মেছোবাঘ ছিল।

তাদের খাদ্য এবং আবাসস্থলের সংকটের জন্য এটি দিনে দিনে কমে আসছে। উদ্ধারকৃত বাঘটি হয়ত খাদ্যের সন্ধানে লোকালয়ে এসে ধরা পড়ে। তবে অনেক সময় লোকজন বাঘকে পিটিয়ে মেরে ফেলে। কিন্তু এখানে বাঘটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করায় বাঘটি প্রাণে রক্ষা পেয়েছে। এখন সে বনে সহজেই মানিয়ে নিতে পারবে।

     এই ক্যাটাগরীর আরো খবর