1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser
A woman cleaning her ear with cotton swab

আপনি সুস্থ কি-না তা আপনার কানের ময়লার রঙ দেখে জানুন

অনলাইন ডেস্ক : আপনি সুস্থ কি-না তা আপনার কানের ময়লাই বলে দেবে। কানের ময়লার রঙ দেখে অনাসেই জেনে দিতে পারেন আপনি সুস্থ আছেন, না-কি কোনো অজানা অসুখ বাসা বেঁধেছে আপনার শরীরে। আসুন জেনে নেয়া যাক-

১. যদি কানের ময়লার রঙ ধূসর হয়, তবে চিন্তার খুব একটা কারণ নেই। ধুলোর কারণে এমনটা হতে পারে।

২. যদি দেখেন আপনার কান থেকে বের করা ময়লায় সামান্য রক্তের ছিঁটে রয়েছে, তবে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা তারই ইঙ্গিত। আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

৩. খয়েরি রংয়ের কানের ময়লা দেখা গেলে বুঝে নিতে হবে গত কয়েক দিন ধরে আপনি বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই একটু কাজের চাপ কমিয়ে টুক করে কোথাও ঘুরে আসুন।

৪. কানের ময়লা যদি সাদা রংয়ের হয় তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে। সেই ঘটাতি পুষিয়ে নিতে আয়রনযুক্ত খাবার খেতে পারেন।

৫. যদি দেখা যায় কানের ময়লা বের করার সময় একটু পানি পানি ভাব। তবে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে। কাজেই সময় নষ্ট না করে চেকআপ করে নিন।

     এই ক্যাটাগরীর আরো খবর