1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

”মানব সেবার মাঝেই আমি বেঁচে থাকতে চাই” –ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আইতন বটের তলা থেকে বড়জোশ বাজার পর্যন্ত ৭ কিলোমিটার একটি রাস্তা সেচ্ছাশ্রম দ্বারা সংস্কার করা হয়েছে। গত রোববার ও সোমবার (৩ ও ৪ সেপ্টেম্বর) দু’দিন ব্যাপী খনা-খন্দকে পরিণত রাস্তাটি নিজস্ব উদ্যোগ ও অর্থায়নে ইট, বালু, কংক্রিট ও সুরকির মিশ্রনে সংস্কার করেন আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত ৮-১০টি গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে। চলাচলের একমাত্র রাস্তাটি বেহাল দশায় পরিণত হওয়ার ফলে এলাকার জনসাধারণের চলাচলে দূর্ভোগ পোহাতে হচ্ছিল দীর্ঘদিন ধরে। সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীরা দুষ্যহ জীবন-যাপন করছেন। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যাতায়াত করতে বাড়তি দুর্ভোগ পুহাতে হয় । কর্তৃপক্ষের সু নজর এ জরাজীর্ণ কাঁচা রাস্তায় কেন যে পড়ে না, তা স্থানীয়দের কাছে গোলক ধাঁধাঁর সৃষ্টি করেছে। জনসাধারণের ভোগান্তি দূর করতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নিঃস্বার্থ উদ্যোগ স্থানীয়দের স্বস্তির নিঃশ্বাস নিতে ভূমিকা নেয়। সংস্কারের পর রাস্তাটি দিয়ে চলাচলে অনেকটাই সুবিধা হয়েছে।
এব্যাপারে ব্যারিস্টার সুমন বলেন, পবিত্র ঈদ-উল-আযহা’র আনন্দ সবার মাঝে ছড়িয়ে যায়। কিন্তু আমি দেখলাম, চুনারুঘাট উপজেলার আইতন বটতলা থেকে বড়জোশ বাজার পর্যন্ত পাকা রাস্তাটির যে জরাজীর্ণ অবস্থা, তাতে এলাকার লোকজনের মধ্যে ঈদের আনন্দ নেই।চলাচলে তাদের কষ্ট লাঘবে আমি রাস্তাটির সংস্কার করতে উদ্যোগ নিয়েছি
প্রসঙ্গত, তিনি ইতোমধ্যে উপজেলার ১৫টি ঝুঁকিপূর্ণ রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর