1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

লম্বা চুলের জন্য ঘরোয়া পদ্ধতি

অনলাইন ডেস্ক : প্রাকৃতিক কিছু উপাদানের সাহায্যে ঘরোয়া যত্নেই পেতে পারেন মজবুত, ঘন ও ঝলমলে চুল। জেনে নিন কীভাবে চুলের যত্ন নেবেন।

আমলকী, রিঠা ও শিকাকাই
চুল পড়া বন্ধ করতে এই তিন উপাদান নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন চুলে। এগুলো চুলের অকালপক্বতা রোধ করার পাশাপাশি চুলের বৃদ্ধি দ্রুত করে। ৫ টুকরা রিঠা ও শিকাকাই এবং কয়েকটি আমলকী ৫০০ মিলি পানিতে ভিজিয়ে রাখুন সারারাত। পরদিন পানিসহ চুলায় দিয়ে ফুটিয়ে নিন। ঠাণ্ডা হলে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি শ্যাম্পু বদলে ব্যবহার করুন চুলে। রিঠা চুলের গোড়া থেকে ময়লা দূর করবে। শিকাকাই প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে চুল ঝলমলে করবে।
নারকেল তেল
সপ্তাহে দুইদিন চুলে নারকেল তেল ব্যবহার করুন। চুল নরম ও ঝলমলে করতে এই তেলের জুড়ি নেই। বিশেষ করে আপনার চুল যদি হয় রুক্ষ ও শুষ্ক, তবে নারকেল তেলের চাইলে উপকারী উপাদান আর দ্বিতীয়টি খুঁজে পাবেন না। সপ্তাহে একদিন তেল গরম করে চুলে ব্যবহার করুন।
নারকেলের দুধ
চুলের বৃদ্ধি দ্রুত করতে নারকেল দুধ দিয়ে চুল ধুয়ে নিতে পারেন। এক কাপ নারকেলের দুধ চুলে দিন। তারপর আঙুলের সাহায্যে মাথার ত্বক ম্যাসাজ করুন। কয়েক মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।
ক্যাস্টর অয়েল ও মধু
এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে চুলে ব্যবহার করতে পারেন সপ্তাহে দুইবার। নিয়মিত ব্যবহারে চুল ঘন হবে। চাইলে একটি ডিমের সাদা অংশ মিশিয়ে নিতে পারেন মিশ্রণে। চুল পড়া বন্ধ করতে কার্যকর এটি।

     এই ক্যাটাগরীর আরো খবর