1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

শায়েস্তাগঞ্জে সনাতন ধর্ম মহা-সম্মেলনের সমাপ্তি

মোঃ আব্দুল হক রেনু, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জে ৩দিন ব্যাপী শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহা সম্মেলন গত শুক্রবার সমাপ্ত হয়েছে। শায়েস্তাগঞ্জ নতুনব্রীজ সংলগ্ন শংকর জ্যোতি মঠ ও মিশনে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ৩দিন ব্যাপি বিভিন্ন উনুষ্ঠান মালার মধ্য দিয়ে উল্লেখযোগ্য ছিল, ১ম দিনে সকাল ৮টা ১ মিনিটে শুভ উদ্বোধন করেন, শংকর জ্যোতি মঠ ও মিশন (ছনাও) এর অধ্যক্ষ, শ্রীমৎ স্বামী রনজিতানন্দ গিরি মহারাজ। এছাড়াও মাল্যদান গৈরিক পতাকা উত্তোলন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন করা হয়। ২য় দিনে শুভ দীক্ষানুষ্ঠান পদাবলী কীর্তন, সংগীত প্রতিযোগিতা, ধর্মসভা, রামায়ন গান ইত্যাদি অনুষ্ঠিত হয়। ৩য় দিনে সকাল ৭ টা ১ মিনিটে হরিওঁ কীর্তন সহকারে বাবা মনির শ্রীবিগ্রহের মঙ্গল শোভা যাত্রা, সকাল ৮টা ১ মিনিটে শ্রী শ্রী চন্ডীপাঠ, ৯টা ১ মিনিটে শ্রী শ্রী গুরু মহারাজের বিশেষ পূজা, ১০টা ১ মিনিটে শ্রী শ্রী বিশ্ব শান্তি গীতাযজ্ঞ, বেলা ১টা ১ মিনিটে মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩ টা ১ মিনিটে সনাতন ধর্ম মহা-সম্মেলন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার শ্রী বিধান ত্রিপুরা, সিলেট বিভাগের হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাষ্ট্রের শ্রী চন্দন রায়, বিশিষ্ট সমাজ সেবক ড. আর কে ধর, চট্টগ্রাম শীতাকুন্ডের শ্রীমৎ সন্তোষানন্দ গিরি মহারাজ, চট্টগ্রাম ব্রম্মমঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী তাপসানন্দ গিরি মহারাজ, শ্রী কিরণ পাল, এডভোকেট অনুজ রায়, বিটিভি জেলা প্রতিনিধি মোঃ আলমগীর খান, এ.টি.এন বাংলার জেলা প্রতিনিধি মোঃ আব্দুল আলীম, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিব, সাংবাদিক শামিম চৌধুরী প্রমূখ। সন্ধ্যায় শ্রী কৃষ্ণগীতি আলেখ্য ও সব শেষে ঢাকার নারায়নগঞ্জের বাউল শিল্পীরা বাউল গান পরিবেশন করে। উক্ত অনুষ্ঠানে অসংখ্য ভক্তবৃন্দ ও দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল।

     এই ক্যাটাগরীর আরো খবর