1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে আশুরার জারী গাওয়াকে কেন্দ্র দু’পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

শনিবার (৭ অক্টোবর) বেলা ৩টার দিকে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের আষেড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় ২০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরন করা হয়েছে।

জানা যায়, শনিবার বিকেলে আশুরার জারী গানের আসর চলাকালী সময়ে আষেড়া গ্রামের আফছর আলী ছেলে সেবলু মিয়ার সাথে একই গ্রামের সিরাজ আলী পুত্র মশ্বব আলীর মধ্যে জারি গানে বসা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে উবয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিয়ন্ত্রনে নিয়ে আসে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান সদর থানার ওসি।

সংঘর্ষে গুরুতর আহত সোহেল মিয়া, সিজিল মিয়া, ফয়ছল মিয়া, আরব আলী, মীর হোসেন, আক্তার হোসেন, শাহাব উদ্দিন, ইকবাল মিয়া, জামাল মিয়া, তোরাব আলী, জব্বার মিয়া, ইসমাইল মিয়া, ফরিদ মিয়া, মশ্বব আলী, জমির হোসেন, মামুন মিয়া, আমির হোসেন, শাহজাহান মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

     এই ক্যাটাগরীর আরো খবর