রায়হান আহমেদ : চুনারুঘাটে পুলিশের অভিযানে মাদকসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
আজ শনিবার ভোরে চুনারুঘাট উপজেলার চাঁনপুর চা বাগান লোহারপুল বস্তি এলাকা হতে থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফের নেতৃত্বে এসআই ভূপেন চন্দ্র বর্মন ও এএসআই মাহমুদ হাসান সহ একদল পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী অজিত রাজ বংশী(২৮) ও তার স্ত্রী পদ্মা মহালী(২৬)কে ০৭কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। অজিত রাজ বংশী চাঁনপুর চা-বাগানের রেন্টু রাজ বংশীর ছেলে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ এম আলী আশরাফ জানান- “মাদক নির্মূলের অংশ হিসেবে আজকের এই অভিযান। চুনারুঘাট থেকে মাদক নির্মূলের পূর্ব পর্যন্ত আমাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিধি মোতাবেক হেফাজতে নেওয়া হয়েছে ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।”