মোঃ জামাল হোসেন লিটন, চুনারুঘাট : জনপ্রতিনিধি, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন হবিগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক ইশরাত জাহান।
মঙ্গলবার (১৫জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার,চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদ, ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শামীম, চৌধুরী শামসুন্নাহার, রমিজ উদ্দিন, কাউসার বাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুল হক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, এড. আব্দুল আউয়াল মাস্টার, চুনারুঘাট প্রেসক্লাব সহ-সভাপতি মুহিদ আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন লিটন, যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন বাচ্চু, রিপোর্টাস্ ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক নূর উদ্দিন সুমন, শংকর শীল প্রমূখ। সভা শেষে চুনারুঘাট পৌরশহরস্থ মরা খোয়াই নদী পরিদর্শন করেন তিনি।