চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে গৃহবধু (৩০) কে ধর্ষনের অভিযোগে বাচ্চু মিয়া (৩৮) এর উপর মামলা দায়ের করা হয়েছে।সে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালামন্ডল গ্রামের আলী হোসেনের পুত্র।
(২৪ জুন) হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এ ওই মহিলা বাদী হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নেয়ার জন্য চুনারুঘাট থানার ওসি কে নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণে যানাযায়,গৃহবুধু ১৯ জুন সন্ধা ৭টায় তার বাবার বাড়ি একই ইউনিয়নের গেড়ারুক গ্রাম থেকে স্বামীর বাড়ি কালামন্ডল গ্রামে আসছিলেন।পথিমধ্যে সফিক মিয়ার বাড়ির কাছে আসামাত্র আসামী বাচ্চু মিয়া সহ আরো দুজন থাকে জোরপূর্বক সিএনজি তে তুলে একটি বাড়িতে নিয়ে ধর্ষন করে।এবং ধর্ষনে বাধা দেয়য়ায় মারধোর করে।
পরে তার স্বামীকে ফোন দিলে তিনি লোকজন নিয়ে থাকে উদ্ধার করে চুনারুঘাট সদর হাসপাতালে চিকিৎসা করেন।
এ ঘটনায় এলাকায় তোলাপাড় চলছে।