চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাট উপজেলার ঘনশ্যামপুর গ্রামের লতিফিয়া হিফজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য একটি ফ্রিজ দান করেছেন উপজেলার আমুরোড বাজার পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জননী ফোন এন্ড ইলেক্ট্রনিকস এর মালিক সেলিম আহমেদ।
১১ জুলাই বেলা ১১টায় আমুরোড বাজারের জননী ফোন এন্ড ইলেক্ট্রনিকস এর শোরুম থেকে ফ্রিজটি তুলে দেওয়া হয় আহম্মদাবাদ দারুসুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আবু সাঈদ তানভীর এর হাতে।
এ সময় উপস্থিত ছিলেন আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুল হাসান শামীম, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, আমুরোড বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ বাতেন, ওয়ার্ড মেম্বার আলহাজ্ব আঃ রউফ, আমুরোড হাইস্কুল এন্ড কলেজের গভার্রিণ বডির সদস্য নুরুল আলম চাঁন মিয়া, সাংবাদিক জিলানী আখন্জি প্রমূখ।
ঘনশ্যামপুর লতিফিয়া হেফজুল কোরআন মাদ্রাসা ও আহম্মদাবাদ দারুসুন্নাহ দাখিল মাদ্রাসা দুটিই প্রতিষ্ঠা করে গেছেন পীরে কামেল মাওঃ আব্দুল কুদ্দুস ইকবাল (রঃ)।