রায়হান আহমেদ : চুনারুঘাটে চুরির ৪ লাখ ৫২হাজার ৫শত টাকা উদ্ধার ও একজনকে আটক করেছে থানা-পুলিশ।
মঙ্গলবারে চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ এলাকার রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেড এর শায়েস্তাগঞ্জ শাখার চুরি হয়ে যাওয়া ওই টাকা উদ্ধার ও কথিত চোরকে আটক করা হয়।
রেইনবো ম্যানাজার খান মুজাহিদুর রহমান বাদী হয়ে ৬ লক্ষ ৩০ হাজার টাকা চুরির অভিযোগ তুলে অজ্ঞাতনামা আসামী করে চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
চুনারুঘাট থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আলী আশরাফের দিক নির্দেশনা ও ওসি (তদন্ত) চম্পক দামের তত্ত্বাবধানে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন সহ একদল পুলিশ ১ঘন্টার মধ্যে মামলার রহস্য উদঘাটন করেন।
রেইনবোর সিন্দুক কেটে টাকা চুরির ঘটনায় রেইনবো এক্সেপ্রেস পার্সেল সার্ভিসেস লিমিটেডের শায়েস্তাগঞ্জ শাখার পার্সেল সহকারী হামিম (২২) নামে এক যুবককে আটক করা হয়। তার দেখানো তথ্য মতে ৪লক্ষ ৫২ হাজার ৫শ’ টাকা উদ্ধার করা হয়। বাকি টাকা কোথায় জানতে চাইলে, ৪লাখ ৫২হাজার ৫শ’ টাকাই ছিল বলে সে জানায়।
পরবর্তীতে আটক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।