রায়হান আহমেদ : চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনের উদ্যোগে এক ব্যক্তিকে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শনিবার বিকেলে চুনারুঘাট প্রবাসী গ্রুপ এন্ড ফাউন্ডেশনে কার্যালয়ে ঘর নির্মাণের জন্য চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাদেকপুর গ্রামের সুমন মিয়াকে ঢেউটিন এবং নগদ অর্থ প্রদান করা হয়।
ঢেউটিন এবং নগদ অর্থ প্রদানের আগে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, মিজানুর রহমান চৌধুরী। পরিচালনা করেন, চুনারুঘাট সাংবাদিক সমিতির সেক্রেটারী মনিরুজ্জামান তাহের। এতে প্রধান অতিথি ছিলেন, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি আব্দুস সামাদ মাস্টার।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম। উপস্থিত ছিলেন- সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দীন, আব্দুল কুদ্দুছ তালুকদার, মাহমুদুল হাসান সৌরভ, মীর জামাল আহমেদ, নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মোহাম্মদ শিবলী, মাস্টার জাহাঙ্গীর আলম, মাস্টার আমির আলী, মীর সৈরভ, মাষ্টার আব্দুল কুদ্দুছ, আব্দুল আজিজ প্রমুখ।
যাদের অর্থায়নে এই সহায়তা দেয়া হয়েছে তারা হলেন- সংগঠনের উপদেষ্টা সৈয়দ জিয়াউল হাসান আসাদ, সভাপতি মীর নিজাম উদ্দিন রিদয়, সাধারণ সম্পাদক মোঃ কাসেম ফারুক, সাংগঠনিক সম্পাদক মীর মকসুদ আলী, সহ সভাপতি আলহাজ্ব আলী আব্দাল, অর্থ সম্পাদক মীর সাইফুল ইসলাম অভি, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল আহাদ, প্রচার সম্পাদক কাওসার আহমেদ, সহ সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান সোহেল, সহ সাধারণ সম্পাদক মীর সবুজ আলী।