1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ জনকে তিন মাসের কারাদণ্ড

রায়হান আহমেদ : চুনারুঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫জনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার দুপুরে চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচজনকে তিন মাসের কারাদণ্ড ও পঞ্চাশ টাকা করে জরিমানা করেন।

এসময় হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ এমদাদুল্লাহ ও চুনারুঘাট থানা-পুলিশের একটি টীম উপস্থিত ছিলেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আঃ হাই (৫৯), মাধবপুর উপজেলার আলাকপুর গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে মোঃ আরিফ (২৩), নারায়ণগঞ্জের বাবুরাইল গ্রামের হান্নান আহমেদ রবিন (৪২), টাঙ্গাইলের বড়রিয়া গ্রামের দুধু মিয়ার ছেলে মাসুক মিয়া (৪৫), কুমিল্লার রামগঞ্জ জেলার পশ্চিম বাহাদুর গ্রামের মৃত বসু মিয়ার ছেলে আলী হোসেন (৬৫)।

পরে আসামিদের হবিগঞ্জ কারাগারে প্রেরণ করা হয়।

     এই ক্যাটাগরীর আরো খবর