রায়হান আহমেদ : আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হলো চুনারুঘাট উপজেলার মুড়ারবন্দের হযরত সৈয়দ নাছির উদ্দিন সিপাহ্শালাহ মদনী (রাঃ) সহ-১২০ আউলিয়ার মাজার শরীফের ৩ দিন ব্যাপী পবিত্র ওরস মোবারক।
রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটের আখেরী মোনাজাতের মধ্য দিয়ে ৭০১তম পবিত্র এ ওরস সম্পন্ন হয়। মোনাজাত করেন, মুড়ারবন্দ দরগাহ শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ চিশতী। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধিতে সরকারের বিধি-নিষেধের কারণে সীমিত আকারে ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।
উক্ত পবিত্র ওরস মোবারকে আশেকান-জাকেরান, ভক্তবৃন্দ দুর দুরান্ত থেকে এসে অংশ নেন। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে এবারের ওরস মোবারক উপলক্ষে দোকানপাট ও গানবাজনা বন্ধে কঠোর ছিল প্রশাসন।