বিদ্যুতের খুঁটি ভেঙ্গে ঝুঁকিতে স্থানীয়রা
রায়হান আহমেদ : চুনারুঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে পড়ে গাড়ির চালক গুরুত্বর আহত হয়েছেন। খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই হেলাল উদ্দিন তৎক্ষণাত ঘটনাস্থলে এসে আহত চালককে চিকিৎসার ব্যবস্থা করেন ও গাড়িটি দেখভালের জন্য স্থানীয় একজনের দায়িত্বে দেন।
মঙ্গলবার ভোর ৬টার দিকে চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের অদূরে ক্বেরাতিয়া মসজিদের পাশে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এসময় গাড়ির চালক বোরহান মিয়া (১৮) গুরুত্বর আহত হন। আহত বোরহান মিয়া উপজেলার নরপতি গ্রামের সাহেব আলীর ছেলে।
আহত বোরহান মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন।
জানা যায়- ভোরে মালশূণ্য ট্রাকটি ওই স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বিদ্যুৎ এর খুঁটির সাথে ধাক্কা লাগে। পরে বিদ্যুৎ এর খুঁটিটি ভেঙ্গে খাদে পড়ে যায় ট্রাকটি।
পল্লী বিদ্যুৎ এর চুনারুঘাট জোনাল অফিসের এজিএম ওবায়দুল হক বলেন, “জনস্বার্থে ও মানুষের নিরাপত্তার জন্য দ্রুত আমরা ভেঙ্গে যাওয়া খুঁটিটি প্রতিস্থাপন করবো। খুঁটির ক্ষতিপূরণে আইনের আশ্রয় নেয়া হবে। ”