বাঘ আতঙ্কের অবসান
রায়হান আহমেদ : চুনারুঘাটে বাঘ সন্দেহে চিতা বিড়ালকে পিটিয়ে হত্যার মাধ্যমে বাঘ আতঙ্কের অবসান ঘটেছে। এদিকে মামলার প্রস্তুতি নিচ্ছে বন বিভাগ।
শনিবার সকালে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামে স্থানীয়রা মেছোবাঘ ভেবে চিতা বিড়ালটিকে পিটিয়ে হত্যা করেন।
স্থানীয়রা অভিযোগ করে জানান, বিষয়টি বন কর্মকর্তাদের জানানোর পরও ৩-৪ ঘন্টা পর্যন্ত কেউ আসেনি। পরে স্থানীয়রা চিতা বিড়ালটিকে মেরে মেরে ফেলেন। ফলে বাঘ আতঙ্কের অবসান ঘটেছে চুনারুঘাট উপজেলায়।
এ বিষয়ে সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শহীদুল ইসলাম বলেন, “নিরীহ চিতা বিড়াল (লেপাট কেয়ার)। প্রাণীটিকে মেরে ফেলা আইনের বাইরে। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা ২০১২ আইন অনুযায়ী শিঘ্রই মামলা দায়ের করা হবে।”