রায়হান আহমেদ : চুনারুঘাটে ৮টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
বুধবার সকালে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে গুইবিল বিজিবি ক্যাম্পের সুবেদার মোস্তফা কামালের নেতৃত্বে একদল বিজিবি অভিযান চালিয়ে নালুয়া চা-বাগানের বাহাত্তর পিলারের কাছ থেকে গরুগুলো জব্দ করেন।
সুবেদার মোস্তফা কামাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এদিকে গরু আটকের স্থান থেকে আহম্মদাবাদ ইউনিয়নের সুন্দরপুর গ্রামের আঃ নুর কণা মিয়ার ছেলে আঃ ছাত্তারকে ১০ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।