হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরে ট্রাক্টর চাপায় ৯ম শ্রেণীর ছাত্র জিসান নিহত হয়েছে। সে হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের ছাত্র।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে শহরে মহিলা কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান নোয়াবাদ এলাকার আঃ শহীদের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, জিসান শহরের বেবিস্ট্যান্ড থেকে মোটরসাইকেল নিয়ে চৌধুরী বাজার যাচ্ছিল। পথে মহিলা কলেজ এলাকায় একটি ট্রাক্টর চাপা দিলে ঘটনাস্থলে মারা যায় জিসান।
থানীয় লোকজন ওই সড়কে ১ ঘন্টা যানচলাচল বন্ধ করে দেয়। পরে হবিগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনর্চাজ ইয়াছিনুল হক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।