রায়হান আহমেদ : চুনারুঘাট থানা-পুলিশের ১ রাতের সাড়াশি অভিযানে সাজপ্রাপ্ত আসামি সহ দশ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফের নেতৃত্বে এসআই তরিকুল ইসলাম হিমন, নজরুল ইসলাম, এএসআই বাতেন, উত্তম কুমার, আব্দুর রহিম সহ একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি তাজুল ইসলাম সেলিম, ওয়ারেন্টভূক্ত আসামি কাজল মিয়া, সাগর আহমেদ, স্বপন মিয়া, রিপন মিয়া, তাজুল ইসলাম, ফারুক খান, ললিতা বেগম, মর্তুজ আলী ও রিমান্ডের আসামি আবেল ত্রিপুরা অমিত।
পরে মঙ্গলবারে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।