চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে শ্রমিক নেতা মনহর উল্লা ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উনার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।
মঙ্গলবার ভোর ৪টায় চুনারুঘাট পৌরসভার বড়াইল গ্রামে
বাধ্যকজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। বাদ জোহর চুনারুঘাট ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজে অংশ নেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র মোঃ সাইফুল আলম রুবেল, সাবেক মেয়র মোঃ নাজিম উদ্দীন শামছু, জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, ৯নং রাণীগাঁও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি মোঃজামাল হোসেন লিটন,শ্রমিক নেতা দিয়ারিছ আলী, হবিগঞ্জ জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ ছায়েদ মিয়া তালুকদারসহ শতশত মুসল্লীগণ। উনার মরদেহ বড়াইল পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।