রায়হান আহমেদ : চুনারুঘাট বাজারের ফুটপাত দখলমুক্ত ও যানজটমুক্ত করতে উপজেলা ও থানা প্রশাসন অভিযান পরিচালনা করেছেন।
শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুনারুঘাট পৌর শহরের উত্তর বাজার থেকে দক্ষিণ বাজারে অবৈধভাবে দখলকৃত ফুটপাত দখলমুক্ত ও যত্রতত্র পার্কিংয়ের কারণে এ ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এসময় উপস্থিত ছিলেন, চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ সহ একদল পুলিশ।
ফুটপাত দখল ও অপরিকল্পিত পার্কিংয়ের দায়ে ১২জনকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
বেশ কিছুদিন ধরে অবৈধভাবে রাস্তার ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, অপরিকল্পিত ভারী যান চলাচলের কারণেই চুনারুঘাট পৌর শহর যানজটের শহরে পরিণত হয়েছে।
যানজটের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক।