রায়হান আহমেদ : চুনারুঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুমের দাফন সম্পন্ন করা হয়েছে।
চুনারুঘাট উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ জানান, শুক্রবার দিবাগত রাত ২.৩০ মিনিটে উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে উনার বয়স হয়েছিল ৭০ বছর।
আহম্মদাবাদ ইউনিয়নের আমুরোড ঈদগাহ ময়দানে বিকেল ৫ টায় মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় সালাম ও সম্মাননা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছামাদ, ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, চুনারুঘাট পুলিশের একটি টীম সহ আরো অনেকে।
তিনি মৃত্যুকালে সন্তান, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে উপজেলার মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সুশীল সমাজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।