স্টাফ রিপোর্টার : বীর মুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক, চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের বার বার নির্বাচিত ইউপি চেয়ারম্যান মরহুম মোঃ আজিজুর রহমান ছুরুক আলীর ৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলা পরিষদ সভাকক্ষে বঙ্গবন্ধু কর্মী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর।
বিশেষ অতিথি ছিলেন- চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম আকবর হোসেন জিতু, সাংগঠনিক সম্পাদক সজল দাস, মিরাশি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাস্টার সহ আরো অনেকে।
পরে মরহুম মোঃ আজিজুর রহমান ছুরুক আলীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
উল্লেখ্য- তিনি চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজী ও জনমত নিউজ এর উপদেষ্টা আয়ারল্যান্ড প্রবাসী সুমন ফরাজীর গর্বিত বাবা।