রায়হান আহমেদ : চুনারুঘাটে ১০দিন ব্যাপী বন্যপ্রাণী ব্যবস্থাপনা সংশ্লিষ্ট আইন ও বিধিমালা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান ডরমিটরিতে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও আবাসস্থল উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- ঢাকা বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক এ এস এম জহির উদ্দিন আকন।
বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পলাশ, জীববৈচিত্র সংরক্ষণ অফিসার মির্জা মেহেদী সারওয়ার, হবিগঞ্জ জেলা বন কর্মকর্তা তোফায়েল আহমেদ, দেওরগাছ ইউপি চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাষ্টার, সিএমসির সভাপতি চৌধুরী শামছুন্নাহার, সাতছড়ি জাতীয় উদ্যানের ভারপ্রাপ্ত রেঞ্জার মাজহারুল ইসলাম, বাপা’র হবিগঞ্জ জেলা সেক্রেটারী সোহেল আহমেদ, সাংবাদিক মামুন চৌধুরী, আব্দুর রাজ্জাক রাজু, খন্দকার আলাউদ্দিন, রায়হান আহমেদ, আজিজুল হক নাছির সহ আরো অনেকে। আলোচনা সভার পরে ৩০ জন প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেয়া হয়।
ফেব্রুয়ারির ২২ তারিখ শুরু হয়ে বুধবারে এ প্রশিক্ষণ বিরতিহীনভাবে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণী বিদ্যা বিভাগের স্বনামধন্য শিক্ষকমন্ডলী প্রশিক্ষণ প্রদান করেছেন।