রায়হান আহমেদ : চুনারুঘাট পৌর শহরের মাছের বাজারে ঢোকার রাস্তার ফুটপাত উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা-পুলিশ।
উচ্ছেদের বিষয়ে জানতে চাইলে মিলটন চন্দ্র পাল বলেন, “জনস্বার্থে ও জনদূর্ভোগ লাগব করতে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। চুনারুঘাট বাজারের ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান অব্যাহত থাকবে।