খন্দকার আলাউদ্দিন, চুনারুঘাট : ‘কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন’ এ স্লোগানকে সামানে রেখে চুনারুঘাটে জাতীয় কন্যা শিশু দিবস-২০১৭ উদ্যাপন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় পৌর শহরের একটি র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তাফা শহীদ অডিটরিয়ামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাইজার মোহাম্মদ ফারাবী’র সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. ফাহমিদা ইয়াসমীনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তাহমিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার মোঃ জালাল উদ্দিন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মাসুদুল ইসলাম, আশা নরপতি শাখা পরিচালক প্রশাসন মোস্তাফিজুর রহমান চৌধুরী, চুনারুঘাট খেলোয়ার কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম সাফী, মহিলা বিষয়ক ও অধিদপ্তরের নিবন্ধনকৃত সমিতির উপদেষ্টা, সভানেত্রী, সম্পাদিকা সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা কন্যা শিশু বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করে এবং কন্যা শিশুকে সমাজে বোঝা না ভেবে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশ জাতীয় কল্যানে কাজ করতে উৎসাহিত করুন।