চুনারুঘাট প্রতিনিধি : জনস্বার্থে ব্যক্তিগত অর্থ্যায়নে কালভার্ট নির্মাণ করেছেন, চুনারুঘাট উপজেলার গাজিপুর ইউনিয়নের দ্বীপচড় গ্রামের মোঃ আঃ হাই। তার এ কাজে সহযোগীতা করেছেন, আমির উদ্দিন মানিক নামে একজন পুলিশ কর্মকর্তা সহ ৪ বন্ধু।
(১৫ মার্চ) মঙ্গলবার দুপুরে নির্মিত কালভার্টটির শুভ উদ্বোধন করেন, গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী ও বাবুল মেম্বার।
এ সময় উপস্থিত ছিলেন- গাজিপুর হাই স্কুল এন্ড কলেজের প্রভাষক আঃ হামিদ তালুকদার, জারুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপারিটেনডেন্ট মাও.আঃ মতিন, এলাকার বিশিষ্ট মুরুব্বী আহাদ আলী মেম্বার, সাংবাদিক আঃ রাজ্জাক রাজু, প্রবাসী নেতা মাইদুল ইসলাম রবিন মাল, পল্লী চিকিৎসক আলী আমজাদ, কাজল মহুরীসহ গ্রামবাসী।
কালভার্টটি নির্মাণে এলাকার ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে। এভাবে প্রত্যেক এলাকায় যদি স্বেচ্ছাশ্রম ও সামর্থ্যানুযায়ী ছোট ছোট কাজ করা হয়, তবে এলাকা তথা দেশ এগিয়ে যাবে। আঃ হাই একটি ঔষধ কোম্পানীর প্রতিনিধি হিসাবে সিলেট শহরে কাজ করেন।