রায়হান আহমেদ : চুনারঘাট উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন, পিআইও প্লাবন পাল।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জামাল হোসেন লিটন, চুনারুঘাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিজয় সিংহ, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান রিপন, আব্দালুর রহমান সহ প্রমুখ।