1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে মাটির নিচ থেকে হ্যান্ড গ্রেনেড উদ্ধার

রায়হান আহেমদ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উপজেলার ৯নং রাণীগাঁও ইউপির পাঁচগাতিয়া গ্রাম থেকে একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১১টায় এই হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেন চুনারুঘাট থানা-পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, ওইদিন বিকেলে উপজেলার পাঁচগাতিয়া গ্রামের বাসিন্দা মৌলানা ছুরত আলীর ছেলে সোহান মিয়া (১৫) তাদের নিজ পুকুর পাড়ে খেলার সময় পাড়ের মাটি ধ্বসে পড়ে। ধ্বসে পড়া মাটি থেকে সে গ্রেনেডটি পায়। পরে লোহার খেলনা ভেবে গ্রেনেডটি নিয়ে রাত পর্যন্ত খেলা করে সে। পরিবার ও আশ-পাশের লোকজন গ্রেনেড চিনতে পেরে চুনারুঘাট থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে এসআই অজিত তালুকদার, মোশাহিদ উজ্জ্বল, এএসআই কামরুল ইসলাম সহ একদল পুলিশ সেখানে পৌঁছে হ্যান্ড গ্রেনেডটি উদ্ধার করেন।
পুলিশ জানায়, গ্রেনেড নিয়ে ওই কিশোরের খেলা করা সত্যিই মারাত্মক ঝুঁকি ছিল। গ্রেনেডটি হয়তো মুক্তিযুদ্ধের সময়কার।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আশরাফ বলেন, গ্রেনেডটি পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে থেকে পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এটি বহু বছর আগের। আমারা গ্রেনেডটি সতর্কতার সাথে উদ্ধার করেছি। পরে বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের সময় থানা প্রাঙ্গনে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা এটি নিষ্কিয় করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর