1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com

শায়েস্তাগঞ্জে কৈ মাছ মুখে ঢুকে যুবকের মৃত্যু

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার বড়বিলে জীবিত কৈ মাছ মুখে ঢুকে ইউনুছ মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে যাবার পথে এ ঘটনা ঘটে। নিহত ইউনুছ মিয়া মরড়া গ্রামের ফারুক মিয়ার পুত্র।

স্থানীয় সূত্র জানায়, ইউনুছ মিয়া সকালে মরড়া গ্রামের পার্শ্ববতী বড়বিলে মাছ ধরতে যায়। এক পর্যায়ে একটি জীবিত কৈ মাছ ধরে মুখে কামড় দিয়ে আটকে রেখে আরো মাছ ধরতে শুরু করে। এসময় কৈ মাছটি নড়াচড়া করে মুখের ভিতর ঢুকে যায়।

খবর পেয়ে আশ পাশের লোকজন তাকে নিয়ে হাসপাতালে যাবার পথে মারা যায় ইউনুছ।

স্থানীয় ওয়ার্ড মেম্বার নুর হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে করেন।

     এই ক্যাটাগরীর আরো খবর