রায়হান আহমেদ : হবিগঞ্জের চুনারুঘাটে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়ারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাত দেড়টায় চুনারুঘাট উপজেলার বনগাঁও গ্রামের জিতু মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ মো. রাশেদুল হক এর নেতৃত্বে এসআই মো. জাকির হোসেন, এএসআই উত্তম কুমার ঘোপ, এএসআই মো. মনির হোসাইন সহ একদল পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেন।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার দুধপাতিল এলাকার রমিজ উল্ল্যার পুত্র মোঃ শাহিদ মিয়া (২৮), রজব আলীর ছেলে রায়হান (২০), সৈয়দ আলীর পুত্র সিদ্দিক মিয়া (৪৫), তৈয়ব আলীর পুত্র রাজু মিয়া (২৫),
আ. হাশেমের পুত্র কাউছার মিয়া (২৭), ছাবর আলীর পুত্র আছকির মিয়া (৪০), মৃত ইয়াকুব আলীর পুত্র জিতু মিয়া (৬৫), মৃত জহুর আলীর পুত্র আঃ আহাদ (৫০), আ: রশিদ মিয়ার পুত্র শিশু মিয়া (২৭), আ: রাজ্জাক মিয়ার পুত্র হেলিম (৩৮), আব্দুল হেকিমের পুত্র আঃ ছালাম (৪২), মৃত খুরশেদ মিয়ার পুত্র আঃ মোতালিব(৪৫)।