রায়হান আহমেদ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নে চাকলাপুঞ্জি চা-বাগানের মেইন লাইন হতে বাজারটিলা যাওয়ার রাস্তার খালে নির্মিত নান্দনিক সেতুর উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে চাকলাপুঞ্জি চা-বাগানের খালের উপর এ সেতুর উদ্বোধন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী।
উদ্বোধনের পূর্বে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, মাধবপুর সার্কেলের এএসপি নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন, চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মো. আবু তাহের মিয়া মহালদার, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু তাহের, ইউনিয়ন চেয়ারম্যান মুহিতুর রহমান রুমন ফরাজি সহ আরো অনেকে।
সেতুটি ৭০ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে। পরে অসহায় এক দরিদ্র পরিবারকে একটি ঘর উপহার দেন বিমান প্রতিমন্ত্রী।