নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে পিকআপ ভ্যান ভর্তি চোরাই ৫টি গরুসহ চালক বাচ্চু মিয়া (৩৬) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোররাতে শহরের উমেদনগর এলাকায় গরুসহ তাকে আটক করা হয়। সে উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের মনির মিয়া ছেলে।
পুলিশ জানায়, চোরাই গরু নিয়ে একদল পাচারকারী গরু পাচার করার গোপন সংবাদ পেয়ে একদল পুলিশ শহরের উমেদনগর এলাকায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৫-০৯৩৪) ভর্তি চোরাই গরুসহ তাকে আটক করা হয়। এসময় বাকিরা পালিয়ে যায়।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থান থেকে তারা গরু চুরি করে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।
তিনি আরো জানান, গরুগুলোর আনুমানিক মূল্য দেড় লাখ টাকা হবে।