রায়হান আহমেদ : চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া। অবৈধভাবে বালু উত্তোলন ও টপ সয়েল কাটার বিরুদ্ধে এমন অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর থেকে বিকাল ৪ টা পর্যন্ত চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।
জানা যায়, অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এস্কেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয় এবং মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ০৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন, চুনারুঘাট থানা পুলিশের একটি টিম৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া বলেন, যে ই হোক না কেন, অবৈধ কোনো কাজ চুনারুঘাট উপজেলায় হতে দেব না। অবৈধভাবে বালু উত্তোলন ও টপ সয়েল কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।