1. info@jonomoth.com : admi2017 : জনমত নিউজ
  2. jonomoth24@gmail.com : Jonomoth .com : Jonomoth News .com
  3. wpsupp-user@word.com : wp-needuser : wp-needuser

চুনারুঘাটে বিএনপির প্রার্থী পূণর্বিবেচনার দাবিতে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনে বিএনপির প্রার্থী পূণর্বিবেচনার দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল।

রবিবার (৯ নভেম্বর) জেলার চুনারুঘাট শহরে এ মিছিল ও সমাবেশে অংশ নেন– উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী। বিএনপি মনোনীত প্রার্থী এসএম ফয়সলের স্থলে পুণর্বিবেচনা করে শাম্মী আক্তারকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে তারা এ সমাবেশের মাধ্যমে দাবী জানিয়েছেন।

চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মারুফ আহমেদ বলেন, “বর্তমান প্রার্থী প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় মাঠে সক্রিয় ভূমিকা রাখতে পারবেন না। তাই তরুণ ও যোগ্য নেত্রী শাম্মী আক্তারকে পুনর্বিবেচনা করা হোক– এটাই তৃণমূলের দাবি।”

চুনারুঘাট পৌর ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান সুজন বলেন, “দলের কঠিন সময়ে শাম্মী আক্তার সবসময় ছাত্রদলের পাশে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উঠে আসা রাজপথের অগ্নিকন্যা।”

এদিকে পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহ প্রান্ত বলেন, “আমরা রাজপথে মামলা-মোকদ্দমায় যখন বিপর্যস্ত, তখন শাম্মী আক্তার ছিলেন আমাদের সাহসের প্রতীক। তিনি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাই তাঁর মনোনয়ন পূণর্বিবেচনা করা উচিত।”

এছাড়াও চুনারুঘাট সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জামশেদ আলী রাসেলের নেতৃত্বে কলেজ ছাত্রদলের কর্মীরা উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন।

     এই ক্যাটাগরীর আরো খবর