হবিগঞ্জ প্রতিনিধি : শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন হয়েছে।
এবারের নির্বাচনে রহমান কলি ও বদরুল পরিষদের প্রার্থীরা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে।
এ বিজয়ের মাধ্যমে ২৭ টি পদের ২৭টিতেই বিজয় অর্জন করেছে রহমান কলি ও বদরুল পরিষদের প্রার্থীরা।
এরমধ্যে ১২টি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় ও ১৫ জন প্রার্থী নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জন করেছে।
শুক্রবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে ৬৫ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
কোষাধ্যক্ষ পদে রহমান, কলি ও বদরুল পরিষদ থেকে বিজয়ী হয়েছেন হুমায়ুন কবির সাহেদ। তিনি পেয়েছেন ৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন তালুকদার পেয়েছেন ০৯ ভোট।
কার্যকরি সদস্য পদে বিজয়ী প্রার্থীরা হলেন যতাক্রমে, রাসেল চৌধুরী পেয়েছেন ৬০ ভোট, মোঃ আসাদুজ্জামান পেয়েছেন ৬০ ভোট, মইন উদ্দিন চৌধুরী শাম্মু পেয়েছেন ৬০ ভোট, মোঃ হুমায়ুন খান পেয়েছেন ৬০ ভোট, মোঃ আজম উদ্দিন পেয়েছেন ৬০ ভোট, মোঃ মহিউদ্দিন চৌধুরী পারভেজ পেয়েছেন ৬০ ভোট, বিভৎস্যু চক্রবর্তী বিভু পেয়েছেন ৫৯ ভোট, মহিউদ্দিন তালুকদার সাচ্ছু ৫৯ ভোট, মাকসুদুর রহমান উজ্জল পেয়েছেন ৫৯ ভোট, মোঃ তাজ উদ্দিন আহমেদ পেয়েছেন ৫৮ ভোট, আব্দুল মোতালিব মমরাজ পেয়েছেন ৫৮ ভোট, সাইদুর রহমান পেয়েছেন ৫৭ ভোট, জসিম উদ্দিন আহমেদ সুজন পেয়েছেন ৫৭ ভোট, এনএম ফজলে রাব্বি রাসেল পেয়েছেন ৫০ ভোট। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খলিল সোহেল ২২ ভোট পেয়ে অকৃতকার্য হয়েছেন।
এদিকে, শুক্রবার বিকেলে নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণার সাথে সাথে বিজয়ী প্রার্থী ও তাদের সমর্থকরা বিজয় উল্লাস করেন।