বিশেষ প্রতিনিধি: আজ ৭ বছরে পা রেখেছে করাঙ্গীনিউজ। ২০১০ সালের ২৫ অক্টোবর করাঙ্গীনিউজ এর পথচল শুরু হয়। প্রথমে হবিগঞ্জ জেলা কেন্দ্রীক থাকলেও বছর হবার আগেই বিভাগীয় অনলাইন পত্রিকা হিসেবে পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছে।
পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বুধবার (২৫ অক্টাবর) বিকাল সাড়ে ৩ টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বার্তা সম্পাদক কামরুল হাসান বলেন, ৬ বছর আগের দিনটি থেকেই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য একেবারে পরিষ্কার ছিল। আমরা স্বাধীন, নিরপেক্ষ সাংবাদিকতা করব। আমরা গণতন্ত্র আর মুক্তিযুদ্ধের পক্ষের মূল্যবোধকে ধারণ করব, নারী-শিশুর অধিকার, সংখ্যালঘু অধিকারের পক্ষে জোরালো ভূমিকা রাখব। সেই সব লক্ষ্যে আমরা অবিচল রয়েছি।
পত্রিকার সম্পাদক সিদ্দিকুর রহমান মাসুম বলেন, বিগত ছয়টি বছর হবিগঞ্জ তথা বিভাগের খবরের অঙ্গনে সবচেয়ে সরব ও সফল একটি প্লাটফরম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে করাঙ্গীনিউজ। এটা আমার মুখের কথা নয়, পাঠকরাই প্রমানিত করেছেন।