মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের নিখোঁজ হওয়া রুহুল আমিনের ১৪দিনেও খোজ মিলেনি।
গত ২১অক্টোবর নিখোজ রুহুল আমিন(২০)’র পিতা উপজেলা বেজুড়া গ্রামের রিক্সা চালক উরন আলী এ বিষয়ে মাধবপুর থানায় ৯৫০নং একটি জিডি (সাধারন ডায়েরি) লিপিবদ্ধ করেছিলেন।
ডায়েরিসূত্রে জানাযায়, গত ১৫ অক্টোবর ভোরে গাড়ী চালানোর কথা বলে বাড়ী থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
একমাত্র পুত্র নিখোজ হওয়া পাগলপ্রায় তার পিতামাতা।
এ ব্যপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার এসএম রাজু আহমেদ জানান-নিখোজ রুহুলের সন্ধানে সারা দেশে বার্তা প্রেরনের সাথে সাথে বিভিন্ন মাধ্যমে খোজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।