বাহুবল প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বাহুবলে দু’পক্ষের সংঘর্ষে অাইনুল্লাহ (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত বৃদ্ধ যাদবপুর গ্রামের মৃত উদ্রিস উল্লার ছেলে।
জানা যায়, কিছুদিন যাবত চচা ভাতিজার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে অাসছিল। শুক্রবার সকালে জায়গায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশিয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে বৃদ্ধ সহ ৫ জন গুরুতর অাহত হয়।
গুরুতর অাহত অবস্থায় অাইনুল্লাহকে হবিগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
হবিগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।