নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জে নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরতলীর বহুলা গ্রামের সুলতান মিয়ার ছেলে ফুল মিয়া (৫০) ও একই এলাকার রুমান মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩০)।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বহুলা গ্রামের রুমান মিয়ার বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় ফুল মিয়া ও সাথীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাথী আক্তারকে ৬ মাস এবং ফুল মিয়াকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।
হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।