নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্তে অভিযান চালিয়ে ৪ মণ ১২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (১১ নভেম্বর) ভোরে ধর্মঘর সীমান্তের নিজনগর এলাকায় অভিযান চালিয়ে এ মাদক জব্দ করা হয়।
জানা যায়, ভোরে ধর্মঘর সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি টহল দল নিজনগর এলাকায় অভিযান চালিয়ে ১৭২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা।