শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উৎসব’ ২০১৮ সালের ২৪ মার্চ সম্ভাব্য তারিখ নির্ধারন করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় ৭টায় বিদ্যালয় হলরুমে উৎসবের তারিখ ঘোষণা দেন শতবর্ষ পূর্তি উৎসবের আহ্বায়ক ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের সাবেক সচিব অশোক মাধব রায়।
তিনি বলেন, প্রাকৃতিক পরিবেশ ও বিভিন্ন দিক বিবেচনা করে ২৪ মার্চ সম্ভাব্য তারিখ করা হয়েছে। তবে উৎসব কয়দিনে হবে তা পড়ে জানানো হবে।
এর আগে বিকাল সাড়ে ৩ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ‘শতবর্ষ পূর্তি উৎসব’ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘ আলোচনা শেষে উৎসব উদযাপন পরিষদের সমন্বয়কারী বিশিষ্ট সাংবাদিক জাহেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, ২০১৮ সালে এ বিদ্যালয়টি শতবর্ষে পা রাখছে। তাই বিদ্যালয়ের ‘শতবর্ষ পূর্তি উৎসব’ উদযাপন করতে ইতোমধ্যে আহ্বায়ক কমিটি সহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে।
উৎসবের শ্লোগান, লোগো, রেজিস্টেশন ফরম ও বিদ্যালয়ের নামে ওয়েবসাইট তৈরীর কাজ শেষ।
তিনি বলেন, সকলের সিদ্ধান্তক্রমে রেজিস্টেশন ফি-২০০ টাকা, স্বামী-স্ত্রী হলে ফি- ৫০০টাকা, প্রতি সন্তান রেজিঃ ফি- ৩০০ টাকা ও পরিবারের ড্রাইভার রেজিঃ ফি- ২০০ টাকা নির্ধারন করা হয়েছে।
১৯৪৩ সালে এ বিদ্যালয় থেকে মেট্রিক পাশ ছাত্র বিনোদ লাল রায়কে (৯০) রেজিস্টেশন করিয়ে এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।