চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার কেউন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় সংবর্ধনা, বার্ষিক মিলাদ মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ১১টা স্কুল প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেউন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি মোঃ জিতু মিয়ার সভাপতিত্বে সহকারী শিক্ষক মামুনুর রশিদের পরিচালনা এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের।
স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণ রাণী ভট্টাচার্য।
বিশেষ অতিথি ছিলেন-উবাহাটা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, জিআর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক মোঃ গিয়াস উদ্দিন, চুনারুঘাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল, চুনারুঘাট রির্পোটার্স ইউনিটি সেক্রেটারি আবুল কালাম আজাদ, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, কেউন্দা গ্রামের আওয়ামীলীগ নেতা মীর সানু মিয়া।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- স্কুলের দাতা সদস্য ফরিদ মিয়া, অভিভাবক প্রতিনিধি কেউন্দা গ্রামের আরজু মিয়া, যুবলীগ নেতা মতিউর রহমান, যুবলীগ নেতা ভাইজিদ মিয়া, ইমাম হাজী এখলাছ মিয়া প্রমূখ্য।